Tuesday, December 8, 2015

ফকির মজনু শাহ্ সেতু,কাপাসিয়া উপজেলা-গাজীপুর।।

ফকির মজনু শাহ্ সেতু,কাপাসিয়া উপজেলা-গাজীপুর।।
বৃটিশ বিরোধী আন্দোলনের অকুতোভয় এক বিপ্লবী সেনানীর নাম ফকির মজনু শাহ্। আধ্যাত্মিক ও সুফি সাধক ফকির মজনু শাহ্ ছিলেন পাক-ভারতের ইতিহাসখ্যাত ফকির-সন্ন্যাসী আন্দোলনের মহানায়ক।
১৭৮৬ সালের ২৯ ডিসেম্বর বগুড়া জেলার কালেশ্বর নামক স্থানে ইংরেজদের সাথে সম্মুখ যুদ্ধে ফকির মজনু শাহ্ আহত হন। কিন্তু মজনু শাহ্ আহত হয়েছেন-এ সংবাদ গোপন রাখা হয়। অতঃপর ১৭৮৭ সালে গোপনীয়তা বজায় রাখার জন্য বিনা চিকিৎসায় ‘ফকির মজনু শাহ্’ মৃত্যুর কোলে ঢলে পড়েন। বৃটিশদের বিরুদ্ধে যখন কেউ কথা বলতে সাহস পায়নি, তখনই তিনি সিংহের মতো গর্জে উঠে বৃটিশ শাসনের বিরুদ্ধে মহাপ্রতিরোধ রচনা করেছিলেন। তার অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তারই পরবর্তী বংশধর ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ্ (অবঃ) এর প্রচেষ্টায় গত চারদলীয় জোট সরকারের আমলে কাপাসিয়া শীতলক্ষ্যা নদীর ওপর ‘ফকির মজনু শাহ্ সেতু’ নামে একটি সেতু নির্মাণ করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে ‘ফকির মজনু শাহ্ সেতু’ নামে সেতুটি উদ্বোধন করেছিলেন। ফকির মজনু শাহ্ সেতু নামে এ সেতুর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ফকির-সন্ন্যাসী আন্দোলনের নেতা মজনু শাহ্ চিরভাস্বর হয়ে থাকবেন।