বারিষাব ইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রামের নামসমূহ
বারিষাব ইউনিয়নের গ্রামের নামসমূহ ও সাধারণ তথ্যাবলী
এক নজরে বারিষাব ইউনিয়ন
আয়তন ৩৯.৮৫ বর্গ কিলোমিটার/৩০ বর্গ মাইল।
মোট লোক সংখ্যা -পুরুষঃ-৩১,০০০জন
মহিলা-২৯,১৩৯ জন
মোট ৬০১৩৯(২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)
মোট ভোটার সংখ্যা২৬,০৮০(not sure)
মোট জন্ম নিবন্ধন সংখ্যা ৫৫৮৮০ জন।
মোট গ্রামের সংখ্যা ২৬
দর্শনীয় স্থানঃ
পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র-বারিষাব ইউনিয়ন পরিষদের মধ্যস্থলে,পরিয়াব গ্রামে,প্রধান সড়কের সাথে অবস্থিত। উপজেলাঃ কাপাসিয়া,জেলাঃ গাজীপুর।
উল্লেখ্য **স্বাধীনতা যুদ্ধে গিয়াস উদ্দিন শহীদ হওয়ার পর তার সন্মানে তার নামানুসারে বরিরচালা নাম পরিবর্তন করে স্বাধীনতার পর পর গিয়াসপুর রাখা হয়।
উল্লেখ্য
No comments:
Write commentsNote: Only a member of this blog may post a comment.