টোক ইউনিয়নের গ্রামের নাম ও সাধারণ তথ্যাবলী
এক নজরে
কালের স্বাক্ষী হয়ে তিন নদীর মোহনায় (শীতলক্ষ্যা, ব্রক্ষ্মপুত্র ও পুরাতন
ব্রক্ষ্মপুত্র) দাড়িয়ে আছে কাপাসিয়া উপজেলার মধ্যে ২৪ টি গ্রামের সমন্বয়ে ৩ নং টোক
ইউনিয়ন পরিষদ।
সাধারণ তথ্যাবলী
১) নাম - ৩ নং টোক ইউনিয়ন পরিষদ
২) আয়তন - ৩৮.৩৫ বর্গ কি: মি:
৩) লোকসংখ্যা - ৩৭,৬৬৯ জন
৪) গ্রাম সংখ্যা - ২৪ টি
৫) মৌজার সংখ্যা - ১৬ টি
৬) হাট/বাজার সংখ্যা - ১১ টি
৭) উপজেলা থেকে যোগাযোগ ব্যবস্থা -
৮) শিক্ষার হার -৪৪.০২%
৯) সরকারী প্রাথমিক বিদ্যালয় - ১৬ টি
১০) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় - ৫টি
১১) উচ্চ বিদ্যালয় - ৭ টি
১২) মাদ্রাসা - ১০ টি
১৩) কলেজ - ১ টি
১৪) ইউনিয়ন পরিষদের জনবল
নির্বাচিত পরিষদ সদস্য -
১৩ জন
ইউনিয়ন পরিষদ সচিব - ১ জন
গ্রাম পুলিশ - ৭ জন
১৫)গ্রামের নাম সমূহ
১।উলুসারা
২।টোক নগর
৩।ঘোড়াদিয়া
৪।ভেংগুরদী
৫।পাকুরদিয়া
৬।ছাটারব
৭।বড়চালা
৮।কেন্দুয়াব
৯।বীর উজলী
১০।উজলী দিঘীর পাড়
১১।বড়দিয়া
১২।চেওরাইট
১৩।সালুয়াটেকী
১৪।ইসলামপুর
১৫।নয়ন বাজার
১৬।শহর টোক
১৭।সুলতানপুর
১৮।নয়াসাঙ্গুন
১৯।কাঁশেরা
২০।ডুমদিয়া
২১।ঘোষেরকান্দি
২২।আড়ালিয়া
২৩। পাঁচুয়া
২৪।দিঘাব
অনেক তথ্য ভুল আছে
কোন কোন তথ্য ভুল আছে?
Delete