Tuesday, August 18, 2015

কাপাসিয়ার লোকসংস্কৃতি, লোকবিশ্বাস ও কুসংস্কার


অধ্যাপক শামসুল হুদা লিটন :

কাপাসিয়ার লোকসংস্কৃতি আদি ও প্রাচীন পন্থী। এখানে হিন্দু-মুসলমান সম্প্রদায় হাজার বছর ধরে নানা লোকসংস্কৃতিকে ধারণ ও লালন করে একত্রে বসবাস করে আসছে। মুসলিম সমাজের লোকজন অলৌকিকতায় বিশ্বাসী। হিন্দু সম্প্রদায়ের লোকজন বিভিন্ন দেবতায় বিশ্বাসী। অন্য সম্প্রদায়ের লোকেরা বিশ্বাস করেন নিজ নিজ ধর্মীয় বিষয়াদি। কাপাসিয়ার প্রতিটি সমাজে অনেক লোকবিশ্বাস ও লোকসংস্কার রয়েছে। সেসঙ্গে অনেক কুসংস্কারও বিদ্যমান। যেমন- হুতুম পেঁচায় ডাকলে অমঙ্গল হয়; জন্মবারে বিবাহ অশুভ; হাত চুলকালে টাকা আসে; কুটুম পাখি ডাকলে বাড়িতে মেহমান আসে; ঘর থেকে বের হওয়ার সময় দরজায় বাধা পড়লে অমঙ্গল হয়; কাক ডাকলে মানুষ মরে; রাতে কুকুর কাঁদলে বিপদের আশঙ্কা; ঘরের বউ সন্ধ্যা বেলা জাইরা বান্ধে কেশ, লক্ষী বের হয় পাগলের বেশ;  রাতে উঠান-ঘর ঝাড়ু দিলে লক্ষী চলে যায়; স্ত্রী কাপড় পরে পেছনের দিকে তাকালে স্বামী মারা যায়; জোড়া কলা খেলে যমজ সন্তান; মাথায় যত টাক,তত বিয়ে; ছেলেদের নাক ঘামলে স্ত্রী আদর করে অথবা মেয়েদের নাক ঘামলে স্বামী আদর করে; মৃগেল মাছ খেলে শিশুর মৃগী রোগ হয়; ডাবের পানি খেলে গর্ভস্থ শিশুর চোখের মণি সাদা হয়; পরীক্ষার আগে ডিম খেলে পরীক্ষায় শূন্য পায়; হাসের ডিম খেলে গলার আওয়াজ হাসের মতো প্যাক প্যাক করে; ঘুমের মধ্যে সন্তানকে আদর করলে চুর হয়; নববধু গৃহে আসার পর উঠানে দাঁড় করিয়ে ধান-দুর্বা, স্বর্ন-রোপ্য দিয়ে বরণ করতে হয়; মেয়েরা হাসার সময় গালে টোপ পড়লে স্বামী মারা যায়; মাছ ধরতে যাওয়ার সময় খালি ডোলা দেখলে মাছ পাওয়া যায় না; ডান চোখ লাফালে মঙ্গলের চিহ্ন আর বাম চোখ লাফালে অমঙ্গলের চিহ্ন; ঘরে প্রজাপতি ঢুকলে বিয়ে বা প্রেম হয়; জন্মের সপ্তম দিনে শিশুর মাথার কাছে খাতা-কলম রেখে দিলে ঔই শিশু বিদ্যান হবে; ফাটা-ভাঙ্গা প্লেট-গ্লাসে পানি খেলে অমঙ্গল হয়; ভাঙ্গা আয়নায় মুখ দেখলে আয়ু কমে; চৈত্র মাসে কাঁথা সেলাই করলে আয়-রোজগার কম হয়; স্বপ্নে বড় মাছ দেখলে টাকা আসে; স্বপ্নে ছোট মাছ দেখলে বিপদ হয়; যাত্রার সময় কলা, খালি কলসি ও ঝাড়ু দেখা অলক্ষুনে; শনি-মঙ্গলবার কোনো শুভ কাজ করতে নেই; যাত্রার সময় গরুর হাঁচি শুনলে অকল্যাণ হয়; দুলহান দেখতে যাওয়ার সময় চিড়া-মুড়ি ও শুকনো খাবার খেতে নেই; গর্ভবতী মায়ের বোয়াল মাছ খেলে শিশুর মুখ বড় হয়; সোম-শুক্র বেছে পূবে যেও নেচে; নতুন বর-কনে রাতে কোথাও যেতে নেই; রাস্তায় ভূতের ভয় পেলে গোসল না করে খাওয়া যায় না বা মাছ খাওয়া যায় না; ভয় পেলে লোহার উপর লবণ রেখে খেতে হয়; রাতে গাছ থেকে পাতা ও ফল ছিড়তে নেই, স্বর্দি-কাশি হলে কলা খেতে নেই- এসব নানা কুসংস্কার ও লোকবিশ্বাস এখনো কাপাসিয়া সামাজে বিদ্যমান। তবে বর্তমানে এসব অনেক কুসংস্কাররই নতুন প্রজন্ম, আধুনিক ও চিন্তাশীল মানুষ বিশ্বাস করে না। তারপরও সমাজ কুসংস্কার মুক্ত নয়।


No comments:
Write comments

Note: Only a member of this blog may post a comment.