ডুইরার বোন্ধ ওরফে আশুলিয়া
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের একটি
দর্শনীয় স্থান ডুইরার বোন্ধ ওরফে আশুলিয়া
কিভাবে
যাতায়াত করবেনঃ
কাপাসিয়া হতে
মনোহরদীগামী রাস্তায় শ্যামপুর(সালদৈ)
চৌরাস্তায় নেমে রিক্সা অথবা অটোরিক্সা যোগে যেতে পারবেন।
চৌরাস্তায় নেমে রিক্সা অথবা অটোরিক্সা যোগে যেতে পারবেন।
স্থানটিতে একটি ব্রিজ
যার দুই ধারে বিল আকারে পানি থৈ থৈ করছে। বিকেল বেলা ঠান্ডা বাতাসে ভ্রমনে আসা
লোকদের প্রাণ জুড়িয়ে দেয়। উক্ত স্থানে নৌকা ভ্রমনের ব্যবস্থা আছে। স্থানটি অনেক বড়
হওয়ায় বিকেল বেলায় অনেক লোক সমাগম হয়। ডুইরার বোন্ধ দেখতে অনেকটা ঢাকা শহরের
আশুলিয়ার মত তাই অনেকে একে কাপাসিয়ার আশুলিয়া বলে সম্বোধন করে।
অবস্থান:সালদৈ
No comments:
Write commentsNote: Only a member of this blog may post a comment.