Tuesday, August 11, 2015

সিংহশ্রী ইউনিয়নের গ্রামের নাম ও সাধারণ তথ্যাবলী

সিংহশ্রী ইউনিয়নের গ্রামের নাম ও সাধারণ তথ্যাবলী

এক নজরে সিংহশ্রী ইউনিয়ন
           এক নজরে ইউনিয়ন
    সিংহশ্রী ইউনিয়ন শীতলক্ষা নদীর পুর্ব্ পার্শে ১৭ টি গ্রাম নিয়ে অবস্থিত । ঐতিহ্যও সুন্দর মনোরম পরিবেশে শোভা মান্ডিত এই ইউনিয়ন ।
এই ইউনিয়নের নিকটবর্তী  একটি ঐতিহ্য বাহী উচ্চবিদ্যালয় রয়েছে ।উচ্চবিদ্যালয়টি ১৯৪৬ ইং সনে স্থাপিত হয়েছে ।এই বিদ্যালয়ে দশ বিঘা সম্পত্তি রয়েছে । তৎকালীন সময়ের এক হিন্দু ভদ্রলোক শ্রী গয়াপ্রসাদ মিশ্র স্কুল নির্মান করার জন্য সম্পত্তি দান করেন ।

     ০১। আয়তন:-২৪.৪৫ বর্গ্ কি: মি:
     ০২। লোক সংখ্যা:-২৩২৫৫ জন
    ০৩। পুরুষ :- ১১৩৪৫ জন
 ০৪। মহিলা :- ১১৯১০ জন
০৫। শিক্ষা প্রতিষ্ঠান:-২২ টি
০৬। উচ্চ বিদ্যালয়:-০৪ টি
০৭। প্রথমিক বিদ্যালয়:-১১ টি
০৮। মাদ্রাসা    :- ০৭ টি
০৯। শিক্ষার হার:-  ৬৫%
১০। মসজিদ:- ৫৫ টি
১১। মন্দির :-  ০৪ টি
১২। ব্যংক:-  ০১ টি
১৩। ডাকঘর:- ০৩ টি
১৪। গ্রামীন ব্যাংক:-০১ টি
১৫। এন জি ও:-    ০১
১৬। বীমা অফিস:-০২ টি
১৭। ঈদগাহ মাঠ:-১৩ টি
১৮। খেলার মাঠ:-০২ টি
   ১৯।স্বাস্থ্য কেন্দ্র:-০১ টি
   ২০।ওযার্ড্ ভিত্তিক কমিউনিটি ক্লিনিক:-০৩ টি
   ২১। সরকারী ইজারা হাট/বাজার   ০২ টি
   ২২। ইজারা ব্যাতীত হাট/হাটবাজার  ০৭ টি

 গ্রামের নামসমূহ
০১সিংহশ্রী
০২।হাড়িয়াদী
০৩।পোনাশারী
০৪।কুড়িয়দী
০৫।নয়ানগর
০৬।বড়বেড়
০৭।ঝাউয়াদী
০৮। ভিটিপাড়া
০৯।কুলগংগা
১০।বড়বাড়ী
১১।বৈলারকান্দি
১২।ডুয়াইনগর
১৩।বড়িবাড়ী
১৪।সোহাগপুর
১৫।নামিলা
১৬।নরদা
১৭।কপালেশ্বর

No comments:
Write comments

Note: Only a member of this blog may post a comment.