ভাওয়াল রাজবাড়ি (ডিসি অফিস) প্রাচীন এই রাজবাড়িটি গাজীপুর সদর উপজেলায়
অবস্থিত। বাড়িটির নির্মাণ কাজ শুরু করেছিলেন জমিদার লোকনারায়ণ রায় কিন্তু এর কাজ
শেষ করেন রাজা কালীনারায়ণ রায়। প্রায় ১৫ একর জায়গাজুড়ে মূল ভবনটি বিস্তৃত। উত্তর
দক্ষিণে এর দৈর্ঘ্য ৪০০ মিটার এবং ত্রিতল বিশিষ্ট পরিকল্পনায় আকারে নির্মিত।
ভবনটির দক্ষিণ পাশে মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারটি বর্গাকার এবং এর ৪ কোণে ৪টি
স্তম্ভ স্থাপন করে উপরে ছাদ নির্মাণ করা হয়েছে। প্রবেশ পথের কাঠামোর একদিকের
দৈর্ঘ্য ২০ মিটার এবং প্রবেশ দ্বারের পরে একটি প্রশস্ত বারান্দা রয়েছে এর পরে
হলঘর। হলঘরের পূর্ব ও পশ্চিমে ৩টি করে বসার কক্ষ রয়েছে। ভবনের ওপরের তলায় ওঠার
জন্য ছিল শালকাঠের তৈরি প্রশস্ত সিঁড়ি। ভবনের উত্তর প্রান্তে খোলা জায়গায় রয়েছে 'নাটমন্দির’'। রাজবাড়ির সব অনুষ্ঠান হতো এই মঞ্চে। রাজবাড়ীর মধ্যে পশ্চিমাংশের
দ্বিতল ভবনের নাম 'রাজবিলাস'। এ
ভবনের নিচে রাজার বিশ্রামাগার ছিল। যার নাম ছিল 'হাওয়া
মহল'। দক্ষিণ দিকে খোলা খিলানযুক্ত উন্মুক্ত কক্ষের নাম 'পদ্মনাভি'। ভবনের দোতলার মধ্যবর্তী একটি কক্ষ
ছিল 'রানীমহল' নামে পরিচিত।
সুরম্য এ ভবনটিতে ছোট-বড় মিলে প্রায় ৩৬০টি কক্ষ আছে। ১৮৯৭ সালে ভুমিকম্পের পর
রাজবিলাসসহ অন্যান্য ইমারত পুন:নির্মিত হয়। বর্তমানে এটি জেলা প্রশাসকের কার্যালয়
হিসেবে ব্যবহৃত হচ্ছে।
No comments:
Write commentsNote: Only a member of this blog may post a comment.