Sunday, April 10, 2016

কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নে!!



কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের মুচিবাড়ী টু রায়েদ বাজার রোডের রায়েদ মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় ৯ এপ্রিল শনিবার রাত ১১:৩০ মিনিটের দিকে গুরুতর এক সড়ক দূর্ঘটনা ঘটেছে।প্রত্যক্ষ্যদর্শীর মাধ্যমে উক্ত ঘটনার সত্যতা ও বিবরণ kapasia Upazila পেইজের কাছে জানানো হয়েছে।উক্ত এলাকার প্রতিনিধির কাছ থেকে জানা গেছে দূর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন তাদের নাম কালু মোড়ল,মুসলেউদ্দীন ও কাজীমুদ্দীন।সবাইকে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাহ্য কমপ্লেক্স এ পাঠানো হলে এদের মধ্যে ২ জন কে উনন্ত চিকিৎসার জন্য ঢাকায় ট্রান্সফার করা হয়েছে।আহতরা সবাই রাস্তার পাশের চায়ের দোকানে বসে ছিলেন।
মূলত গাড়ির অতিরিক্ত গতি এবং রাস্তায় থাকা স্পিড ব্রেকারে নিয়ন্ত্রন হারিয়ে এ দূর্ঘটনা ঘটেছে।যদিও স্পিড ব্রেকারটিতে রং করা ছিলো বলে জানা গেছে এক্ষেত্রে চালকের বেপরোয়া গতিই দূর্ঘটনার কারন !
বলে রাখা ভালো যে এ স্হানে এর আগেও বার বার দূর্ঘটনা ঘটেচে এবং একজনের প্রানহানী ও হয়েছিলো তখন অবশ্য স্পিড ব্রেকার ছিলো না চালকের বেপরোয়া গাড়ি চালনার কারনে প্রান হারাতে হয়েছিলো এক শিশুকে।কিন্তু এখন নিরাপত্তার কারনে দেওয়া স্পিড ব্রেকার আরো ভয়ংকর ও আতংক হয়ে দাড়িয়েছে এলাকার মানুষের কাছে।
কাপাসিয়ার অনেক  রাস্তায় এরকম অনেক বিপদজনক স্পিড ব্রেকার আছে যার আশেপাশে সতর্কীকরণ কোন সাইন বোর্ড বা নোটিশ নেই এমনকি সতর্কীকরন রংও করা নেই সিপড ব্রেকার গুলোতে যার ফলে বার বারই এরকম দূর্ঘটনা ঘটছে।এলাকাবাসীর পক্ষ হতে কর্তৃপক্ষকে আকুল আবেদন জানাই অতি শিঘ্রই এর সুষ্ঠ ব্যবস্হা গ্রহন করার জন্য।
Kapasia Upazila Facebook page'র রায়েদ ইউনিয়ন প্রতিনিধি-মাসুদ পারভেজ

No comments:
Write comments

Note: Only a member of this blog may post a comment.