রায়েদ
মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।প্রাথমিক বিদ্যালয়ের পাশেই হাফেজিয়া মাদ্রাসা ও
মসজিদ।মুচীবাড়ি থেকে রায়েদ বাজার হয়ে-সিংহশ্রী যাবার রাস্তার পাশেই
প্রতিষ্ঠানগুলোর অবস্হান।কিন্তু রাস্তায় যে স্পিড ব্রেকার দেয়া হয়েছে সেটা
একেবারেই পরিকল্পনাহীন।এদিক দিয়ে মূলত সি এন জি,অটো,রিসকা,টমটম,মোটর সাইকেল চলাচল
করে।রাস্তায় নেই কোন সতর্কবানী সম্বলিত সাইনবোর্ড।স্পিড ব্রেকারের ও রং উঠে গেছে।চোখে
পড়ে না ! প্রায় সময় এখানটাতে ঘটে দূর্ঘটনা।ইতোমধ্যে এই স্হানে দূর্ঘটনার কবলে পড়ে
মারা গেছেন ২ জন।অহত হয়েছেন অনেকে।এবারের কুরবানীর ঈদে বেশ কয়েকবার এখানে দূর্ঘটনা
ঘটেছে।আহত হয়েছেন কয়েকজন।মৃত্যু পর্যন্ত হতে পারতো ! ঘটনার প্রত্যক্ষদর্শী অত্র
এলাকার স্বপ্ন ক্লাবের তরুন সদস্য (হাফিজুল,জনি,বাপ্পী,তানজিল,সোহাগ)তাদের নিজেদের
উদ্দ্যেগে স্পিড ব্রেকারে রং করার ব্যবস্হা করেন।
দূর্ঘটনা
এড়াতে এটাও পর্যাপ্ত নয়।এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি,যেন তারা অত্র
প্রতিষ্ঠানগুলোর সামনে পরিকল্পনা মোতাবেক সুন্দর করে রাস্তার দুইপাশে স্পিড
ব্রেকার ও সাইনবোর্ডের ব্যাবস্হা করেন।
স্বপ্ন
হবে বাস্তব-সংগঠনের স্লোগান নিয়ে অত্র এলাকার তুরুনেরা সুন্দর হাসি-খুশি ও আনন্দময়
একটি সমাজের স্বপ্ন দেখেন!
No comments:
Write commentsNote: Only a member of this blog may post a comment.