Thursday, September 17, 2015

হাতির চাদাবাজি

সার্কাসে আগে হাতির খেলা দেখা যেত এখনো দেখা যায় তবে আগের তুলনায় কম। গাজীপুর রথ মেলায় প্রতি বছরি হাতির ফুটবল খেলা সহ বিভিন্ন কিছু দেখা যায়।গ্রাম অঞ্চলে প্রায়ই হাতি দেখা যায় তারা দোকানপাট ,গাড়ী,বাড়ী থেকে চাদাবাজি করে থাকে ।হাতির উপরে একজন ব্যক্তি বসে থাকেন যার সম্মতিতে হাতি টাকা গ্রহন করে থাকে উনার অসম্মতিতে হাতির চেচামেচি শুরু হয়ে যায় ।কোন কারনে ব্যক্তির সাথে কারো গোলযোগ বেধে গেলে হাতির মাধ্যমে অনেকে ক্ষতিগ্রস্থের শিকার ও হয়ে থাকেন। আমার একটি অভিজ্ঞতা রয়েছে ১০ টাকা চাওয়ায় এক ব্যাক্তি দিতে অসম্মতি জানানোর কারনে হাতি একটি বিশাল ধান সিদ্ধ করার পাতিল নিয়ে হাতির পা দিয়ে ফুটবল খেলার মত করে কিক দিয়ে দেয়ালে লাগিয়ে নষ্ট করে দেয়। এরকম অনেক স্মৃতি বা ঘটনা আপনাদের হয়তোবা রয়েছে নিশ্চয়ই
ছবিঃইকবাল হোসাইন
 

No comments:
Write comments

Note: Only a member of this blog may post a comment.