কপালেশ্বর বড় দিঘী টোক, কাপাসিয়া
টোক ইউনিয়নের পশ্চিম দক্ষিণে কপালেশ্বর গ্রামে পাশাপাশি কয়েকটি বড় দিঘী আছে। কপালেশ্বরের দিঘীর পাড় দিয়ে একটি ইটের সড়ক টোক পর্যন্ত গিয়েছে । কপালেশ্বর বাজারের বড় দিঘীর উত্তর পার থেকে পূর্বে ও উত্তরে মাটির নীচে গর্ত খুঁড়লে ইটের রাস্তা পাওয়া যাবে বলে অনেকের ধারনা।লোকমুখে কথা এসব পুকুর থেকে নাকি থালা-বাসন ও উঠতো।
ছবি - মাসুম
কপালেশ্বর বড় দিঘী
No comments:
Write commentsNote: Only a member of this blog may post a comment.