শিক্ষা সপ্তাহে কাপাসিয়ায় শ্রেষ্ঠ হলেন যারা!!
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহে কাপাসিয়া উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ অধ্যক্ষ শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ এর মোহাম্মদ তাজ উদ্দিন, শ্রেষ্ঠ শিক্ষক উপজেলার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ আজাদ ও অন্যান্যরা।
গত ১২ মে বৃহস্পতিবার দিনব্যাপি অনুষ্ঠানে কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শরীফ মমতাজ উদ্দীন আহমেদ ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো: তাজ উদ্দিন, রেজাউল হক বি এম কলেজ অধ্যক্ষ মো: বদরুজ্জামান পারভেজ, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার শামীম আহমেদ, কাপাসিয়া ডিগ্রি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক নাহিদ সুলতানা, প্রভাষক আলী এরশাদ হোসেন আজাদ, প্রভাষক মোজাম্মেল শেখ, কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকির, ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহীদুল্লাহ আজাদ, শিক্ষক রেজিয়া আখতার, শিল্পী মুজিবুর রহমান প্রমুখ।
জানা যায়, শ্রেষ্ঠ শিক্ষক শহীদুল্লাজ আজাদ বাঘিয়া সরকারি বিদ্যালয়, লোহাদী উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া ডিগ্রি কলেজ থেকে বের হয়ে ১৯৯০ সালে শিক্ষকতা পেশায় শুরু করেন। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থেকে ২০০৪ সালে প্রধান শিক্ষক হিসেবে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। শহীদুল্লাহ আজাদ শ্রেষ্ঠত্ব অর্জনে প্রয়াত শিক্ষক আকতারুজ্জামান সিকদার (জামান) ও প্রধান শিক্ষক মো: মহসীন স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
No comments:
Write commentsNote: Only a member of this blog may post a comment.